মুহিবুল্লাহ নিজ দেশে ফিরতে চাওয়ায় হত্যা করা হয়েছেঃ আব্দুল মোমেন – Newsroom bd24.
ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১

মুহিবুল্লাহ নিজ দেশে ফিরতে চাওয়ায় হত্যা করা হয়েছেঃ আব্দুল মোমেন

নিউজরুম বিডি২৪
অক্টোবর ২, ২০২১ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

ঢাকাঃ রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফিরতে চাওয়ায় হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তিনি বলেন, কিছু মহল তার বিরোধীতা করছিলেন। মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যাওয়ার পক্ষে ছিলেন , সেকারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে বলে মনে করেন তিনি। এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
উল্লখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়।

আলোচিত এ হত্যাকাণ্ডের পরদিন বৃহস্পতিবার অজ্ঞাতনামা ২০-২৫ জনকে  আসামি করে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ ।