ঢাকাশুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪০
আজকের সর্বশেষ সবখবর

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ।
বুধবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এক বিবৃতিতে বলেছেন, ‘এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন।’
তিনি বলেন, ‘আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।’