ঢাকাশুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সানায় মার্কিন-ব্রিটিশ বাহিনীর রাতভর অতর্কিত হামলা

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

ইয়েমেনের রাজধানী সানায় রাতভর অতর্কিত বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাহিনী। বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।  

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি-অধিভুক্ত আল মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সানা এবং সাধা শহরে বিমান হামলা হয়েছে। অন্যদিকে রাতভর মার্কিন বাহিনী হুথিদের অস্ত্রাগারে হামলা চালিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় ইরান সমর্থিত হুথিদের বহু অস্ত্রাগারে মার্কিন সেন্ট্রাল কমান্ড রাতভর হামলা চালিয়েছে।

আল মাসিরাহ বলছে, মার্কিন ও যুক্তরাজ্যের বাহিনী এসব হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।