ঢাকাশনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩১
আজকের সর্বশেষ সবখবর

লেভানডোভস্কির জোড়া গোলে বড় জয় বার্সেলোনার

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। লা লিগায় টানা জয়ের দেখা পাচ্ছে দলটি। তবে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল কাতালানরা। কিন্তু ঘুরে দাঁড়িয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সবশেষ ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে বার্সা।

বুধবার (৬ নভেম্বর) রাতে কাতালানদের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডোভস্কি। এছাড়া গোলের দেখা পেয়েছেন রাফিনহা, ইনিগো মার্টিনেজ ও ফেরমিন লোপেজ। রেড স্টার বেলগ্রেডের হয়ে দুটি গোল শোধ করেন সিলাস ও মিলসন।

ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনহার ফ্রি-কিকে দূরের পোস্টে দারুণ হেডে বল জালে জড়ান মার্টিনেজ। তবে ম্যাচের ২৭ মিনিটে সিলাসের গোলে সমতায় ফেরে স্টার বেলগ্রেড। ম্যাচের ৪৩ মিনিটে লেভানডোভস্কির করা গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভানডোভস্কি। আর ৫৫ মিনিটে স্কোরলাইন ৪-১ করে রাফিনিয়া। এ নিয়ে সবশেষ ৬ ম্যাচে ৮ গোল হলো রাফিনহার। গোলের পর এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে তুলে নেন কোচ।

রাফিনিয়ার বদলি হিসেবে নেমে ৭৬ মিনিটে গোলের দেখা পান লোপেজ। আর ম্যাচের ৮৪ মিনিটে মিলসনের গোলে ব্যবধান কমায় স্টার বেলগ্রেড। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা।