ঢাকারবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৭
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা কোম্পানি প্রধানের সন্দেহভাজন হত্যাকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ
পঠিত: 17 বার
Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’–এর প্রধান ব্রায়ান থম্পসনকে গত ৪ ডিসেম্বর গুলি করে হত্যার ঘটনা ঘটে। এরপর থেকে দেশটির পুলিশ সন্দেহভাজন হত্যাকারী গ্রেপ্তারে টানা অভিযান শুরু করে। অবশেষে সোমবার (৯ ডিসেম্বর) সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহভাজন হত্যাকারী লুইজি মেনজিওনি (২৬) নামের ওই তরুণ পেনসিলভানিয়ার আলটুনা শহরের ম্যাকডোনাল্ডসের একটি দোকানে খাবার খাচ্ছিলেন। তাকে দেখে দোকানের একজন কর্মী পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। ইতোমধ্যে লুইজি মেনজিওনিকে হেফাজতে নেওয়া হয়েছে।

পেনসিলভানিয়ার কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, লুইজি মেনজিওনির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে। তবে ব্রায়ানকে ঠিক কী কারণে হত্যা করা হয়েছে- তা নিয়ে এখন পর্যন্ত জানা যায়নি।

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ভোরের দিকে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়। ব্রায়ানকে পেছন থেকে গুলি করা হয়েছিল। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে।

নিউইয়র্ক পুলিশ সেইসময় জানায়, সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে ব্রায়ানকে হত্যা করা হয়েছে।