ঢাকাবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩
আজকের সর্বশেষ সবখবর

মোমবাতি প্রজ্বলন করে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ
পঠিত: 36 বার
Link Copied!

মোমবাতি প্রজ্বলন করে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করেছে ময়মনসিংহের শিক্ষার্থীরা। 

শুক্রবার সন্ধ্যায় নগরীর সার্কিট হাউজ মাঠে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া হাজারো শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাতে মোমবাতি প্রজ্বলন করে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। কর্মসূচিতে তারা আন্দোলনে শহীদদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করে।

 

এ সময় তারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া সকল অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রতিবাদ অব্যাহত রাখতেও অঙ্গীকারবদ্ধ হন।