ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪২
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে “রিভার” আয়োজনে অবহিত করণসভার আয়োজন।

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ
পঠিত: 74 বার
Link Copied!

“Safe Shelter,Build Resilience Community ” এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি মাদারীপুর জেলায় ডাসার উপজেলার ৩৪ নং ডাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় “রিভার” এর অবহিত করণ এক সেমিনারের আয়োজন করা হয়।

উন্নয়নমূলক সংস্থা “রিভার” সারা বাংলাদেশে দুর্যোগপূর্ণ এলাকায় ৫০০ টি স্কুল কাম আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। উক্ত আশ্রয়ন প্রকল্পের আওতায় ৩৪ নং ডাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে একটি চারতলা বিশিষ্ট বহুমুখী ব্যবহারযোগ্য ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে “রিভার “।বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিইডি। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি, বাস্তবায়ন পরবর্তী রক্ষণাবেক্ষণ, সঠিক ব্যবহার, দুর্যোগে ক্ষতির হ্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সাধারণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সমাজসেব, ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি,সাংবাদিক দের উপস্থিতিতে এক অবহিতকরণ সেমিনারের আয়োজন হয়।

উক্ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, ৩৪ নং ডাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবধুত বিশ্বাস।সভায় উপস্থিত ছিলেন, মহম্মদ আবুল কালাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কালকিনি মাদারীপুর,জনাব কামাল উদ্দিন আহমেদ,ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপার্ট “রিভার ” মো:আবু বক্কর সিদ্দিক, এডুকেশন এন্ড স্কিল ডেভোলপমেন্ট এক্সপার্ট “রিভার”মো:আমির হোসেন ডিস্ট্রিক্ট ইনচার্জ “রিভার ” সৈয়দা লুবনা, ফিল্ড অফিসার, ডাসার কালকিনি, উপজেলা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন :সমাজ সেবক সৈয়দ গোলাম তালুকদার, প্রাক্তন শিক্ষক আলাউদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তালুকদার, ব্রাক কর্মী সৈয়দা ফাহমিদা,ইউনিয়ন পরিষদ সদস্য সজীব মাতুবর, জমি দাতা রেশমা আক্তার, অভিভাব সালমা খানম, শিক্ষক সুমন তালুকদার।

অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করে, পঞ্চম শ্রেণীর ছাত্রী শেখ তাসনুবা ইসলাম।