ঢাকাশনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২১
আজকের সর্বশেষ সবখবর

প্রতিশোধ নেওয়ার হুঙ্কার রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ
পঠিত: 21 বার
Link Copied!

মার্কিন সরবরাহকৃত আটটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বেলগোরদ অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মস্কো। এরপরেই দেশটি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।  

গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের ভূখণ্ড থেকে বেলগোরদ অঞ্চলে হামলার প্রচেষ্টা চালানো হয়েছে। কিয়েভের এসব পদক্ষেপ পশ্চিমাদের তত্ত্বাবধানে হয়েছে এবং এর জবাব দেওয়া হবে।

রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আটটি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করা হয়েছে। তবে কোথায় এবং কখন এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে- সেই সম্পর্কে কিছু বলা হয়নি। রাশিয়ার এসব দাবি নিয়ে ইউক্রেনের কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের শেষের দিকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এতে করে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের মাত্রা আরও তীব্র হয়েছে।

তবে বাইডেনের এমন সিদ্ধান্তে নাখোশ হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এমন সিদ্ধান্তের ফলে যুদ্ধের মাত্রা আরও ছড়িয়ে পড়বে বলে জানিয়েছিলেন ট্রাম্প।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা এক হাজার ৪৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

এতে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।