ঢাকাশনিবার, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৮
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে ফিরতি যাত্রার ১৩ জুনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যারা ঈদের পরে আগামী ১৩ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে। এছাড়া আজ থেকে দেশের অভ্যান্তরে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) প্রত্যাহার করা হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন।