জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, উত্তম চরিত্র, মানবসেবা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে যোগ্যতা অর্জনের বিকল্প নেই।
শুক্রবার সকালে টঙ্গী তামিরুল মিল্লাত অডিটোরিয়ামে গাজীপুর মহানগর টঙ্গী সাংগঠনিক মডেল থানা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর জামায়াতের শূরা সদস্য ও টঙ্গী সাংগঠনিক মডেল থানার আমির নেয়ামত উল্লাহ শাকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন।
এতে বিশেষ আলোচকের বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ হোসেন আলী।
শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন। গাজীপুর মহানগর জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য নজরুল ইসলাম প্রমুখ।