ঢাকামঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৫
আজকের সর্বশেষ সবখবর

ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা ভুলে যাওয়া উচিত হবে না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
পঠিত: 15 বার
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের দাঙ্গার কথা ভুলে যাওয়া হবে না বলে মনে করেন দেশটির বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, তার চার বছর পর সেটা ভুলে যাওয়া বা পুনর্লিখিত হওয়া কোনোটিই উচিত হবে না।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনাটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও শোকাবহ অধ্যায় হিসেবে চিহ্নিত। ঐদিন নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নির্বাচনি ফলাফল সত্যায়ন প্রক্রিয়া চলছিল, কিন্তু বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল ভবনে হামলা চালিয়ে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করেন।

চার বছর পর বাইডেন বলেন, আমি মনে করি, তিনি যা করেছিলেন, সেটা গণতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি ছিল এবং আশাবাদী যে যুক্তরাষ্ট্র সেই ঘটনার ঊর্ধ্বে উঠে ক্ষমতার স্বাভাবিক হস্তান্তর প্রক্রিয়া  নিশ্চিত করবে।

এ ছাড়া বাইডেন তার মন্তব্যে ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন, বিশেষ করে নির্বাচনি প্রচারণার সময়। তিনি ট্রাম্পের জয় স্বীকার করে দ্রুত ক্ষমতা হস্তান্তর করছেন, যা দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানায়।