ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন কাতিউশা রকেট ছুড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে বেইর হিল্লেল শহরকে লক্ষ্য এ হামলা চালানো হয়েছে বলে রোববার (৪ আগস্ট) দাবি করে হিজবুল্লাহ।
তবে এই হামলায় কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে-তা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শুকুরকে হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা চলছে।
দুই শীর্ষ নেতাকে হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান, হামাস ও হিজবুল্লাহ। সেইসঙ্গে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দেয় তারা। এরপরেই ইসরায়েলে হামলা হলো।