আমিরাতে সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান – Newsroom bd24.
ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪

আমিরাতে সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক
এপ্রিল ৭, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি ২৯ রমজানের দিন (১৪৪৫ হিজরি) সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশের সকল মুসলমানকে আমন্ত্রণ জানিয়েছে।

কেউ চাঁদ দেখলে একটি সরকারি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অথবা নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যদিও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র পূর্বাভাস দিয়েছে, এই বছর রমজান ৩০ দিন স্থায়ী হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আমিরাতে স্থানীয় সময় বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতরের দিন পড়তে পারে।

যেসব দেশে ১১ মার্চ (সোমবার) থেকে রমজান শুরু হয়েছে, তারা ৮ এপ্রিল (সোমবার) থেকেই ঈদের স্বাদ নেবে, অর্থাৎ চাঁদ দেখার উৎসব হবে। অপরদিকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ওমান, জর্ডান, লিবিয়া ও মরক্কোর মতো দেশগুলো (যারা ১২ মার্চ রমজান পালন শুরু করেছে) তারা ৯ এপ্রিল রমজানের ২৯তম দিনে চাঁদ দেখার উৎসবে মাতবে।