ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বেলা পৌনে ১১টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আজ বেলা ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ।
বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী ফারজানা সুলতানা জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।
এর আগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সেদিন সকাল ৫টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।