আজ থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল – Newsroom bd24.
ঢাকাবুধবার , ৩১ মে ২০২৩

আজ থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৩ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

এখন থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। বুধবার থেকে এই নতুন সুচিতে ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে ট্রেন। একই সাথে সাপ্তাহিক ছুটি পরিবর্তন হয়ে মঙ্গলবারের পরিবর্তে হবে শুক্রবার।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক জনসংযোগ কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা মেট্রোরেল চলাচলের নতুন সূচি বুধবার সকাল থেকে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এ এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

তিনি শহরের উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬-এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।

গেলো ডিসেম্বরে সীমিত পরিসরে এ স্বপ্নযাত্রা শুরুর পর থেকেই বাড়ছে মেট্রোরেলের পরিধি। দুটি দিয়ে যাত্রা শুরু করলেও এরই মধ্যে প্রথম পর্বের ৯টি স্টেশনই চালু হয়েছে।