হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলার সভাপতি বাবুল হালদার সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝি – Newsroom bd24.
ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলার সভাপতি বাবুল হালদার সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝি

এস,এম নুর পিরোজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

“ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই ও ধর্ম যার যার রাষ্ট্র সবার’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ৪ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ শনিবার সকাল ১০ ঘটিকার সময় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক (অবঃ) শ্রী তুষার কান্তি মজুমদার এর সভাপতিত্বে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শ্রী স্বপন কুমার চক্রবর্তী এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য শ্রী মিলন কান্তি দত্ত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিঃ নির্মল রোজারিও, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জবাব শেখ মোঃ ইয়াসিন আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী মণীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য শ্রী রঞ্জন কর্মকার, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চন্ডীচরণ পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী সুরঞ্জিত দত্ত লিটু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শ্রী হিমাদ্রি শেখর মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সুনির্মল মন্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব রবার্ট নিক্সন ঘোষ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি শ্রী সুখরঞ্জন বেপারী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীমতি দোলা গুহ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি বাবুল হালদার সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝি নির্বাচিত হন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটি ১৯৮৮ সালে বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠা করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতির একটি ‘ধর্মনিরপেক্ষতা’ উপর ভিত্তি করে আইন প্রণয়ন করেছিলেন কিন্তু এইচএম এরশাদ সরকার ১৯৮৮ সালের ২০ শে মে জাতীয় সংসদে রাষ্ট্রধর্ম ইসলাম বিলটি সংসদে স্থাপন করেন তার প্রতিবাদে জন্ম নেয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংগঠনটি। সেই দিন থেকে প্রতিবাদী স্লোগান হিসেবে উচ্চারিত হয়- ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই ও ধর্ম যার যার রাষ্ট্র সবার। পরবর্তীতে ৯ জুন ১৯৮৮ সনে সংসদে রাষ্ট্রধর্ম ইসলাম বিলটি পাস হয়।

ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও কমিশন গঠনসহ মন্ত্রণালয়ের দাবিতে মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত সংগঠনটির প্রতিষ্ঠা করেছিলেন।

 

পিরোজপুর সংবাদদাতা।