টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ফেরদৌস (২০) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) উপজেলার কালিয়া ইউনিয়নের দামিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস গাইবান্ধা জেলার সাধুল্লাপুর উপজেলার আলিনগর গ্রামের রিপন মিয়ার ছেলে ।
স্থানীয়রা জানান, ফেরদৌস সখীপুরে তার ফুপার সঙ্গে রাজমিস্ত্রীর কাজ করতেন। বৃহস্পতিবার সকাল থেকে তিনি স্থানীয় হেকমত আলীর নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন । একপর্যায়ে ওই কাজ চলাকালীন সময়ে ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে আটকে পড়েন ফেরদৌস। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান ।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।