পিরোজপুরে অগ্নিকান্ডে ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩

পিরোজপুরে অগ্নিকান্ডে ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এস,এম নুর পিরোজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

 

পিরোজপুর সদরে র পুরাতন খেয়াঘাট সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডে ছমিল , ভাঙ্গারীরঘর , বেকারী সহ আগুনে পুড়ে গেছে মোট ছয়টি ঘর।

গতকাল (২রা ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাত্র তিনটায় সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান খানের ছমিলের অর্ধাংশ পুড়ে যায় ও চারটি যন্ত্রপাতি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় যার আনুমানিক মুল্য সাতলক্ষ টাকা ।

এছাড়াও মোঃ আউয়াল এর ভাঙ্গারী ঘর ও বেকারী সহ ৬টি ঘর পুড়ে যায় । সবমিলিয়ে ক্ষতির পরিমান আনুমানিক ত্রিশ লক্ষ টাকা। প্রতক্ষদশীরা কয়েকজন জানান, মোঃ আউয়াল এর ভাঙ্গারী ঘর থেকে আগুনের উৎপত্তি এবং বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলেও তারা জানান।

পিরোজপুর সদর থানার ইউএনও মরিয়ম জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

পিরোজপুর সংবাদদাতা:-

   
%d bloggers like this: