দারুল কুরআন কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১২ টায় মাদ্রাসার অধ্যক্ষ মহা: মহিউদ্দীন এর সভাপতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান, ছালমা রহমান হ্যাপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী, জিয়াহায়দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা সুলতানা নাসরিন মনি।
এ সময় মাদ্রাসার বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৬ টি ক্যাটাগরিতে ১৬৩ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকল অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার দেয়া হয়।
পিরোজপুর প্রতিনিধি।