চাঁদপুরর জেলার মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
আজ ১৯ নভেম্বর রোজ শনিবার বিকাল ৩টায় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য
অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল (এমপি)।
জানা যায় যে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় হতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ করা হয়। এ স্মার্টকার্ডের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব দক্ষিণ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।