শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্হার রুপান্তর শুরু” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে।
আজ ২৭ অক্টোবর ১১. ০০টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুতপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলার পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: মিনারা ফেরদৌস বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সহকারী উপজেলা মাধ্যমিক অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি আমজাদ হোসেন,উপজেলা প্রাথমিক অফিসার জাকির হোসেনসহ আরো অন্যান্য শিক্ষক বৃন্দ।