‘বর্জ্যরে পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন ও হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল ভূঞাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিবসটি যথাযথ উৎযাপনে স্কুলের শিক্ষার্থীদের সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়। সেই সঙ্গে শিক্ষার্থী ও উপস্থিত সকলকে পরিবেশবান্ধব উন্নত টয়লেট নির্মাণ ও ব্যবহার এবং স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টিসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা অফিসার শাহ জামাল প্রমুখ। এছাড়াও এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।