যৌতুকের জন্য  স্ত্রীকে অমানুষিক  নির্যাতন    – Newsroom bd24.
ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২

যৌতুকের জন্য  স্ত্রীকে অমানুষিক  নির্যাতন   

আলী আজগর পনির, (মদন উপজেলা প্রতিনিধি)
সেপ্টেম্বর ২১, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

শ্বশুর বাড়িতে এসে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন।
নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে যৌতুকলোভী স্বামী তার স্ত্রীকে শ্বশুর বাড়ি উপজেলা নায়েকপুর ইউনিয়নের বাউসা গ্রাম এসে  ঘরের ভিতরে দরজা বন্ধ করে  যৌতুকের জন্য  স্ত্রীকে বৈদ্যুতিক তার দিয়ে মারধরের ও নির্যাতন করার অভিযোগে স্বামীর রমজান ওরফে( হৃদয়ে) সহ ২ জনের বিরুদ্ধে নির্যাতিত  স্ত্রী ডলি আক্তার বাদী হয়ে নেত্রকোনার কোর্ট  আদালতে একটি মামলা দায়ের করেছেন।
উক্ত মামলার আলোকে জানা যায়, এক বছর পূর্বে  নায়েকপুর ইউনিয়নের পাঁচ আলমশ্রী গ্রামের সিদ্দিক মিয়ার কন্যার ডলি আক্তারের  সাথে কেন্দুয়া উপজেলাধীন মাসকা গ্রামের মৃত আহমদ আলীর ছেলে রমজান অরফে হৃদয়ের (৩১)এর  সাথে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা দুজন।
বিবাহ পর থেকেই লম্পট স্বামী রমজান ওরফে হৃদয় ,স্ত্রীর উপর শুরু হয় নির্যাতন যৌতুকের টাকার জন্য।
কৃষক বাবা বিবাহের সময় নগদ টাকা সহ তিন থেকে চার লক্ষ টাকার জিনিসপত্র দিয়ে মেয়েকে বিবাহ দেয় রমজান ওরফে হৃদয়ের কাছে।
(গত ০১ জুন ২০২২ তারিখে ) স্ত্রী ডলি আক্তার কে   মারধর করে দুই লক্ষ টাকা যৌতুক  নিয়ে আসার জন্য তার বাবার বাড়িতে পাঠায়।
 স্ত্রী ডলি আক্তার টাকা নিয়ে না আসায়, স্বামী রমজান ওরফে হৃদয় ও তার বোনসহ স্ত্রী  ডলি আক্তারের বাড়িতে যান।
 শ্বশুর-শাশুড়ি বাড়িতে না থাকার সুবাদে স্বামী (রমজান ওরফে হৃদয় ) স্ত্রী ডলি আক্তার কে বৈদ্যুতিক তার দিয়ে মারধর  ও নির্যাতন করে গুরুতর আহত করে।
 পরবর্তীতে স্বজনেরা  গুরুতর আহত অবস্থায় ডলি আক্তার কে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি করে চিকিৎসা করেন।
পরবর্তীতে ভুক্তভোগী  ডলি আক্তার সুস্থ হওয়ার পর নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ধমন আইন
(২০০০ ও ২০০৩ এর ১১ খ ৩০)এর  ধারা একটি মামলা দায়ের  করেছেন।

   
%d bloggers like this: