চন্দনাইশে ওপেন এন্ড সুপার কারাতে স্কুলের নতুন শাখা শুভ উদ্বোধন – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২

চন্দনাইশে ওপেন এন্ড সুপার কারাতে স্কুলের নতুন শাখা শুভ উদ্বোধন

ইসমাইল ইমন (চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের চন্দনাইশে দীর্ঘ দুই যুগ ধরে সুনামের সহিত ওপেন এন্ড সুপার কারাতে স্কুলের ঝাঁকজমক ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।১৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলার বদুর পাড়া রাস্তার মাথা এলাকার রুপকানন কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক সাবেক ওয়ার্ড কমিশনার ফজলুল হক সিরাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চন্দনাইশ সমিতি চট্রগ্রামের সভাপতি ও বাংলাদেশ উশু এ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,এস আই উপেন বড়ুয়া,খাঁনহাট বাজার ব‍্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন,আলহাজ্ব লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি যুবলীগ নেতা আলহাজ্ব লোকমান হাকিম,১নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেদুল ইসলাম সাহেদ,ইউপি সদস্য আবুল হোসেন রাজিব,ওয়ার্ড আ’লীগের সভাপতি এস এম মোর্শেদ, সাবেক কৃতি ফুটবলার জাওয়াত খসরু হাসনাত,
বিশিষ্ট ক্রীড়া ব‍্যক্তিত্ব ধারাভাষ‍্যকার আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,ওপেন এন্ড সুপার কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক ওস্তাদ আবু ছৈয়দ চৌধুরী (আবু)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সর্ম্মিলা চক্রবর্তী,সহকারী প্রশিক্ষক সুভক বড়ুয়া,সহকারী প্রশিক্ষক মো.মঈন উদ্দিন হাসান চৌধুরী খোকা,মো.সাকিব চৌধুরীসহ বিভিন্ন এলাকার প্রশিক্ষক অভিভাবক ও প্রশিক্ষণার্থীবৃন্দ ।
কারাতে শিখার অনেক উপকারিতা। কারাতে হচ্ছে মূলত খালি হাতে আত্মরক্ষার কৌশল। কারাতে হলো ৫০% হাতের কাজ ও ৫০% পায়ের কাজ। এটাতে আত্মরক্ষা করা শেখায় বেশি।