চন্দনাইশ হারলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের বেহাল দশা – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২

চন্দনাইশ হারলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের বেহাল দশা

ইসমাইল ইমন (চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হারলা ৬ নং ওয়ার্ডের নয়া পাড়ায় অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে আছে দীর্ঘদিন।

যে কোন মুহূর্তে ভবনের ছাদের জরাজীর্ণ প্লাস্টার খসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সেবা নিতে আসা স্থানীয়রা।


সরজমিনে গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বিগত ১৯৮৮ সালে এই এলাকায় ৪৫ শতক জায়গার উপর নির্মিত হয় হারলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটি।
নির্মাণ পরবর্তী অদ্যাবধি এর বড় ধরনের কোন সংস্কার কাজ করা হয়নি।
বর্তমানে হালকা বৃষ্টি ও মৌসুমের ভারী বর্ষণে ভবনের ছাদ চুপসে পানি পরে আসবাবপত্র, জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যায়, এমনকি ছাদের প্লাস্টার খসে পরে গুরুত্বপূর্ণ ঔষধপত্র নষ্ট হয়েছে একাধিক বার।


সারেজমিনে ঘুরে আরো দেখা যায় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের ষ্টাপদের থাকার জন্য তৈরি করা দুইটি ইউনিট, মিটিং রুম ও স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের ওয়েটিং রুম সম্পূর্ণ ব্যবহার ও অনুপযোগী হয়ে পড়েছে।
এসব বিষয়ে উক্ত স্বাস্থ্য কেন্দ্রের বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তা ডা.আব্দুল জব্বার বলেন বর্তমানে জরাজীর্ণ ভবনটিতে জীবনে ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছি, মানবতা ও দায়িত্বের খাতিরে হতদরিদ্র রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে কম জনবলে চিকিৎসা সেবা দিয়ে যেতে হচ্ছে।
এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার ডেপুটি ডাইরেক্টর সুব্রত কুমার চৌধুরী ও ডা.তানজিনা আফরিন(এম,এম,সি,এইচ/এফসি)এর সাথে কথা বললে উনারা বলেন বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বরাদ্দ পাওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে ভবনটি সংস্কার নয়, পুনরায় নতুন আঙ্গিকে ভবন নির্মাণ করা হবে।

   
%d bloggers like this: