ডোমারে পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধে সুরক্ষা সরঞ্জাম বিতরণ – Newsroom bd24.
ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২

ডোমারে পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধে সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বিকাশ রায় বাবুল, নীলফামারী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

বিকাশ রায় বাবুল , নীলফামারী : নীলফামারীর ডোমারে এসএসসি ও সমমান পরিক্ষার্থী, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের মাঝে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, উপজেলা প্রকৌশলী(এলজিইডি)মোস্তাক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ জানান, উপজেলার ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ৯৬ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ৩ হাজার পিচ মাস্ক, ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৬ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ৩হাজার তিনশত পিচ মাস্ক, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৯৬ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও একহাজার চারশত পিচ মাস্ক,চিলাহাটি সার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে ৯৬ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ২হাজার দুইশত ৫০পিচ মাস্ক,চিলাহাটি বালিকা স্কুল এন্ড কলেজে ৯৬ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও এক হাজার ছয়শত পিচ মাস্ক, মটুকপুর ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে ৯৬ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ৯শত পিচ মাস্ক পরিক্ষার্থীদের জন্যে প্রতিষ্ঠান প্রধানদের হাতে দেওয়া হয়েছে।