তথ্য প্রযুক্তি ব্যবহার করি, সমৃদ্ধশালী দেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম চন্দনাইশে শুভ উদ্বোধন হয়েছে ক্রিয়েটিভ টেকনোলজি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। গত ১লা আগষ্ট সোমবার বিকালে চন্দনাইশ উপজেলার ৫নং বরমা ইউনিয়নের সাতঘাটিয়া পুকুর পাড় বাজার এলাকায় এই ক্রিয়েটিভ টেকনোলজি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বরমা ইউনিয়ন চেয়ারম্যান মোঃখোরশেদ আলম টিটু। এতে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,ইউপি সদস্য মোঃ নওশা মিয়া, মোঃ আনিসুর রহমান সাবেক ইউপি সদস্য অমরকান্তি ভট্টাচার্য, সাবেক ইউপি সদস্য জাফর আহমদ মধুসূদন দত্ত, নুরুল হক, আজিজুর রহমান,জাহাঙ্গীর আলম, মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তথ্য প্রযুক্তির যুগে ছাত্র যুব সমাজকে কম্পিউটারে অনলাইন ভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে, তাহলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।