ফেনীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড – Newsroom bd24.
ঢাকাসোমবার , ১ আগস্ট ২০২২

ফেনীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রেজওয়ান,(ফেনী প্রতিনিধি)
আগস্ট ১, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীতে মাদক মামলায় বেলাল হোসেন (২৮) নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই মামলায় রুবেল শেখ নামের একজনের দুই বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামি বেলাল হোসেন পিরোজপুর জেলার জিয়া নগর থানার ভবানীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

রোববার (৩১ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

ফেনীর জ্যেষ্ঠ সহকারী সরকারী কৌসুলি দিজেন্দ্র কুমার কংশ বণিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুইজনই জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। তারা যেদিন আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ বা গ্রেফতার হবেন তখন থেকে রায় কার্যকর হবে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ জুলাই সন্ধ্যায় র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের সদস্যরা শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ২৬ বোতল ফেনসিডিলসহ বেলাল হোসেন ও ৪ বোতল ফেনসিডিলসহ মো. রুবেল শেখকে আটক করে। পরে র‌্যাবের উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।