টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২৬ জুলাই ২০২২

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

শেখ রুবেল (টাঙ্গাইল প্রতিনিধি)।
জুলাই ২৬, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল নাগরপুরে চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে লিয়াকত আলী (৫৮) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।দণ্ডিত ব্যক্তি হলেন- উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ান আলীর ছেলে লিয়াকত আলী।

ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকেলে ৩টার দিকে চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী দশ বছরের ওই শিশু বাড়ির পাশে খেলা করছিল। পরে ওই গ্রামের লিয়াকত আলী বরই খাওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগী শিশুটি পরের দিন পরিবারের লোকজনকে বিষয়টি জানালে দাদা আব্দুল আওয়াল বাদী হয়ে ২ এপ্রিল নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক তদন্ত শেষে বিগত ২০১৫ সালের ১৩ জুলাই লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ আটজনের সাক্ষ্য দেওয়ার পরই এই রায় ঘোষণা করা হয়।