নেত্রকোনার মদন উপজেলায় পৌর সদরে ২৭ জুন রোজ সোমবার মারকাযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায়, বন্যা অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মদন উপজেলার শাখয় এ অনুষ্ঠান কার্যক্রম পরিচালিত হয়,
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মাওলানা আব্দুল কুদ্দুস কেন্দ্রীয় সহ-সভাপতি, মাওলানা হেদায়েতুল ইসলাম কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক, দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী , মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম অন্যান্য প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী তিনি বলেন, বিপদে পড়ে আল্লাহকে ভুলা যাবে না,বিপদে ধৈর্যধারণ করতে হবে, এটা এক ধরনের আল্লাহর গজব, এই বিপদে দিনে বন্যার্তদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মুসলমানের কর্তব্য।
এ অনুষ্ঠানের সভাপতি নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন তিনি বলেন,এ সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে নিজস্ব অর্থায়নে ৩০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরেছি। এই দুর্দিনে বন্যার্ত পরিবারের মাঝে সহযোগিতা করতে পেরে সংগঠনকে অভিনন্দন, এ সংগঠনের মহাপরিচালকও তিনি অভিনন্দন জানান ।



