ফরিদপুর শহরের নুরুমিয়া বাইপাশ সড়কের পাশে আলালপুরের একটি বাগানে ফেলে রাখা ব্যাগের মধ্যে পাওয়া গেছে নবজাতকের লাশ। আজ বৃহস্পতিবার দুপুরের ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কোতয়ালী থানা পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে।
স্থানীয় আলালপুরের কয়েকজন বাসিন্দা জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক ভ্যানচালক প্রকৃতির ডাকে সারা দিতে ওই বাগানে যায়। সেই সময় সে ব্যাগের মধ্যে নবজাতকের লাশটি দেখতে পায়। পরে সে ঘটনাটি স্থানীয়দের জানান। স্থানীয়রা বাগানে গিয়ে কাগজের ব্যাগের মধ্যে নবজাতকের একটি পা বের করা দেখতে পান। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। দুপুরের দিকে কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে, ভোরে মৃত অবস্থায় নবজাতকের লাশটি ফেলে রেখে যাওয়া হয়।
কোতয়ালী থানার এসআই মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় ব্যাগটি খুলে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।