ক্যাম্প ন্যু ‘বদলাচ্ছে’ বার্সেলোনা – Newsroom bd24.
ঢাকাবুধবার , ২২ জুন ২০২২

ক্যাম্প ন্যু ‘বদলাচ্ছে’ বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২২ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

এক মৌসুমের জন্য বার্সেলোনাকে ক্যাম্প ন্যুতে খেলতে দেখবেন না বার্সা সমর্থকরা।

স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য ২০২৩-২৪ মৌসুমের জন্য সিটি অলিম্পিক স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু করেছে কাতালান ক্লাবটি। দেড় বিলিয়ন ডলার খরচ করে ‘ইস্পাই প্রজেক্ট’, ক্লাব কমপ্লেক্সসহ বিভিন্ন সংস্কারের জন্য এ বছর ক্যাম্প ন্যুতে খেলবে না বার্সা।

বার্সার আপদকালীন ঘরের মাঠ হতে যাওয়া লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামটি এমনিতে এস্পানিওলের মাঠ। স্পেনের পঞ্চম বৃহত্তম মাঠও এটি। ৬০ হাজার ৭১৩ আসনের এই স্টেডিয়ামটি নির্মাণ করা ১৯৯২ সালে।

নতুন সংস্কার কাজের পর দর্শক ধারণ ক্ষমতা বাড়বে ক্যাম্প ন্যুরও। ৯৯ হাজার থেকে বেড়ে ১ লাখ ১০ হাজার ধারণ ক্ষমতা হবে মাঠটির। এছাড়াও ছাত থেকে গরম ও ঠাণ্ডা নিয়ন্ত্রণ করার প্রযুক্তিও যোগ করা হবে।