ভেঙে দেওয়া হচ্ছে সংসদ, ইসরায়েলে ফের নির্বাচন – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২১ জুন ২০২২

ভেঙে দেওয়া হচ্ছে সংসদ, ইসরায়েলে ফের নির্বাচন

রবিউল আওয়াল (স্টাফ রিপোর্টার)
জুন ২১, ২০২২ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

আগামী সপ্তাহেই সংসদ ভেঙে দিতে বিল আনছে ইসরাইলের জোট সরকার। ফলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে। এ নিয়ে চার বছরের মধ্যে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইহুদিবাদী দেশটিতে।

বিবিসির খবরে বলা হয়েছে, সর্বশেষ  জোট সরকারে ফাটল ধরায় এই পথে হাঁটছে বর্তমান সরকার। আগামী অক্টোবরে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচন অনুষ্ঠিত হবে তার জোটসঙ্গী ইয়ার লাপিদের অধীন। কারণ, জোটের শর্ত অনুসারে, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন।

এদিকে জোট ভেঙে যাওয়ায় খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরবেন তিনি।