রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টারের উদ্যোগে স্যাটেলাইট ক্লিনিক কর্মসূচী পিরোজপুরে – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২

রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টারের উদ্যোগে স্যাটেলাইট ক্লিনিক কর্মসূচী পিরোজপুরে

মোঃ নুর উদ্দিন শেখ,(পিরোজপুর প্রতিনিধি)  
মার্চ ২৪, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

পিরোজপুর জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য কর্মসূচির ধারাবাহিকতায় বৃহস্পতিবার -(২৪ মার্চ) আয়োজিত হয়।

শংকরপাশা ইউনিয়নে ৬ নং ওয়ার্ড বাশঁবাড়ীয়ায় রিক সেন্টারে এ বিকাল ৩ টা থেকে এ কর্মসূচী শুরু হয়ে কয়েক ঘন্টা ব্যাপী চলতে থাকে।

এ সময় স্থানীয় পর্যায়ের সাধারণ অতিদরিদ্র অসুস্থ শিশু, মহিলা, বয়স্কদের, সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

উক্ত আয়োজনে মেডিকেল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাঃ নিজামউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিক) স্বাস্থ্য কর্মকর্তা নাঈম দোহা ক্যাভেন ও জিয়াদুল বারী লিটন।

এছাড়া উপস্থিত ছিলেন রিকের স্বাস্থ্য পরিদর্শিকা নাসরিন, হামিদা সহ অন্যান্য সদস্যরা।

চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ এর সাথে কথা বলে জানা যায় তারা এ কর্মসূচীতে বেশ খুশি। এ আয়োজন ধারাবাহিকতা বজায় রাখার দাবি তাদের৷

রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিক) কর্মকর্তারা জানান, এ কর্মসূচী চলমান থাকবে। এটি উন্নত চিকিৎসা সেবায় এগিয়ে রাখবে বাংলাদেশের অতি দরিদ্র সাধারণ মানুষকে।