

স্বেচ্ছায় করি রক্তদান, গাই মানবতার জয়গান এই স্লোগান এর ধারাবাহিকতায় -২০১৭ সাল থেকে মানবিক, সামাজিক এবং সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন নেছারাবাদ ব্লাড ডোনার ক্লাব নিরলস ভাবে মানুষের জন্য সম্পূর্ন বিনামূল্যে রক্ত যোগাড় করা সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে,
আজ জাহানারা ক্লিনিকে,(মিয়ারহাট) আমিনুল ইসলাম সৌরভ এর রক্তদানের মাধ্যমে নেছারাবাদ ব্লাড ডোনার ক্লাব এর ৩৩৩৩ ব্যাগ রক্তদান কর্মসূচি পালন করে, এসময় সংগঠন এর পক্ষ থেকে কেক কেটে এই মাইলফলক কে উদযাপন করা হয়,
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জাহানারা ক্লিনিক এর সম্মানিত সিও খান মোহাম্মদ বাকি বিল্লাহ, সম্মানিত মানবিক ডাক্তার নরেশ চন্দ্র বড়াল,
ডাক্তার মাহাতাব হোসেন, এসময় তারা শুভেচ্ছা বক্তব্য দেন।
উক্ত অনুষ্ঠানে নেছারাবাদ ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে সভাপতি নাভেল আকন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ সংগঠনের অনেক সদস্য উপস্থিত ছিলেন।
নিউজরুম বিডি২৪।