মাদক মামলায় এক নারীর আমৃত্যু কারাদণ্ড – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২

মাদক মামলায় এক নারীর আমৃত্যু কারাদণ্ড

সাথী বেগম,স্টাফ রিপোর্টার নড়াইল।
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

নড়াইল জেলায় মাদক মামলায় এক নারীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।সোমবার ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় দেন।এছাড়া ওই নারীকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নড়াইল আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জিয়াউর রহমান জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি মোঃ এনামুল হক কে বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত নারীর নাম অহিদা বেগম (৩৮)তিনি যশোরের কোতোয়ালি থানার শংকরপুর গ্রামের শরিফুল ইসলাম খানের স্ত্রী।বিচারকের রায়ের ঘোষণার সময়ে তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩অক্টোবর দুপুরে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।

নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় সড়কে যানবাহন তল্লাশির একপর্যায়ে পুলিশ একটি ব্যক্তিগত গাড়ি থামায়।ওই গাড়িতে চালক ছাড়াও তিন যাত্রী ছিলেন।এসময় নারী কনস্টেবলরা অহিদা বেগমকে তল্লাশি করে তাঁর নিকট থেকে ১০০গ্রাম হেরোইন পান।পরে পুলিশ অহিদা নামের নারীসহ গাড়িতে থাকা অন্যদেরকেও আটক করে।

ওই দিন রাতেই পুলিশ তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।বিষয়টি জানতে চাইলে নড়াইল আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জিয়াউর রহমান বলেন, অহিদা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।

তবে এ মামলার অন্য আসামীদেরকে আদালত খালাস দিয়েছেন।

 

নিউজরুম বিডি২৪।