বেশকিছুদিন যাবত স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না মেসি। সপ্তম বারের মতো ব্যানল ডি’অর জেতার পর পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন মেসি। তবে দল জয়ের দেখা পায়নি।
এবার শুনলেন আরেক দুঃসংবাদ। স্পেনের কাতালুনিয়া শহরে থাকা তার ২৬ মিলিয়ন ডলারের (বাংলাদেশের প্রায় ৩০০ কোটি টাকার সমান) হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় একটি আদালত।
মিম সিটগেস’ নামের ৭৭ বেডরুমের সেই হোটেলটি শহরের নিয়ম অনুযায়ী নির্মাণ না হওয়ায় এই নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে। স্পেনের দৈনিক এল কনফিডেনশিয়াল জানিয়েছে, তবে হোটেলটি এখনই ভাঙা হবে না।
নির্দেশটি এখনো মুলতবি আছে। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মেসি।বার্সেলোনায় নিজ বাড়ির খুব কাছেই অবস্থিত তার এ হোটেলটি। মেসির আয়ের বেশ বড় অংশই এই হোটেল ব্যবসা।
ফলে এই হোটেল ভেঙে ফেললে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে তাঁকে।
নিউজরুম বিডি২৪।



