তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে নড়াইল কালিয়ায় নৌকার ভরাডুবি – Newsroom bd24.
ঢাকাসোমবার , ২৯ নভেম্বর ২০২১

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে নড়াইল কালিয়ায় নৌকার ভরাডুবি

রহমত -ই -খোদা (স্টাফ রিপোর্টার)
নভেম্বর ২৯, ২০২১ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

নড়াইলঃ তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে নড়াইল জেলা কালিয়া উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ২ টি ইউনিয়নে নৌকার প্রার্থী জয় লাভ করছে, বাকি ১০ ইউনিয়নে নৌকার পরাজয় হয়েছে।বেশিরভাগ জায়গায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছে।

নব-নির্বাচিত চেয়ারম্যানদের তালিকাঃ
কালিয়া উপজেলার ১২ টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের তালিকাঃ

১। কলাবাড়িয়া ইউনিয়ন – এ্যাড. কায়েস (আনারস)
২। পহরডাঙ্গা ইউনিয়ন – মাহমুদুল (আনারস)
৩। বাঐসোনা ইউনিয়ন – এস এম চুন্নু (আনারস)
৪। জয়নগর ইউনিয়ন – কাজী আইয়ুব হোসেন (মোটরসাইকেল)
৫। খাশিয়াল ইউনিয়ন – বিএম বরকত (চশমা)
৬। পুরুলিয়া ইউনিয়ন – মনি মিয়া (ঘোড়া)
৭। সালামাবাদ ইউনিয়ন – মোল্লা মাহাবুবুর রহমান মাহি (আনারস)
৮। ইলিয়াছাবাদ ইউনিয়ন – মল্লিক মনিরুল ইসলাম (আনারস)
৯। চাচুড়ী ইউনিয়ন – মেলজার ভূঁইয়া (ঘোড়া)
১০। বাবরা হাচলা ইউনিয়ন – মোজাম্মেল হক পিকুল (ঘোড়া)
১১। হামিদপুর ইউনিয়ন – পলি বেগম (নৌকা)
১২। মাউলী ইউনিয়ন – রোজী হক (নৌকা)

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ভারাডুবির কারন হতে পারে, অযোগ্য ব্যক্তিদের নৌকার মনোনয়ন দেওয়া। আওয়ামী লীগের সৎ যোগ্য প্রার্থীদের অবমূল্যায়ন করা হয়েছে, যার ফলে আওয়ামী লীগের পরাজয় হচ্ছে।

নব-র্নিবাচিত চেয়ারম্যানের অনেক অনেক অভিনন্দন আপনাদের সেবায় আগামী ৫ বছর প্রতিটা ইউনিয়ন হবে উন্নয়নের রোল মডেল।