কলমাকান্দা সীমান্ত এলাকা হতে ভারতীয় শাড়ী জব্দ – Newsroom bd24.
ঢাকারবিবার , ২১ নভেম্বর ২০২১

কলমাকান্দা সীমান্ত এলাকা হতে ভারতীয় শাড়ী জব্দ

রাজেশ গৌড় (নেত্রকোনা প্রতিনিধি)
নভেম্বর ২১, ২০২১ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনাঃ নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার চকলেটবাড়ি এলাকা থেকে ৫৭০ পিস ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শাড়ীর গুলোর মধ্যে রয়েছে ৪২৫ পিস ভারতীয় ঝালমুড়ি শাড়ী ও ১৪৫ পিস কাতান শাড়ী।

জব্দকৃত শাড়ীগুলোর সিজার মূল্য ১১ লক্ষ ২৭ হাজার পাঁচশ’ টাকা এবং এগুলো নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

রবিবার দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে জানা যায়, কলমাকান্দার লেংগুড়া বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিল।

নিজস্ব গোয়েন্দা তথ্যে শনিবার দিনগত রাত ১২টার দিকে সীমান্ত পিলার ১১৬৯/৪-এস হতে আনুমানিক আড়াইশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকলেটবাড়ি নামক স্থানে ফাঁদ পেতে থাকে দলটি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দৌঁড়ে পালিয়ে যায়।