আবারও আন্দোলনে নেমেছে বিমানের পাইলটরা – Newsroom bd24.
ঢাকাসোমবার , ২৫ অক্টোবর ২০২১

আবারও আন্দোলনে নেমেছে বিমানের পাইলটরা

মামুন অর রশিদ (ডেস্ক নিউজ)
অক্টোবর ২৫, ২০২১ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাঃ বেতন কাটা নিয়ে ক্ষুব্ধ হয়ে আবারও আন্দোলনে নেমেছেন বিমানের পাইলটরা। আন্দোলনের প্রথম কর্মসূচিতে চুক্তির বাইরে কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সোমবার বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি মাহবুবুর রহমান নিউজরুম বিডি২৪ কে এ তথ্য জানিয়েছেন।

মাহবুবুর রহমান বলেন, মহামারিকালে বিমানে সবার বেতন কমানোর সিদ্ধান্ত হয়েছিল। দেড় বছর পর অন্যদের বেতন আগের হিসেবে দেওয়ার সিদ্ধান্ত হলেও পাইলটদের ক্ষেত্রে তা হয়নি।
এজন্য তিন মাস আগে পাইলটরা ধর্মঘটের হুমকি দিলেও বিমান কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনে যায়নি।

তিনি বলেন, বিমানের এমডি, চেয়ারম্যানসহ সবার সঙ্গে একাধিকবার আলোচনা হলেও দাবি পূরণ না হওয়ায় এ মাস থেকে ৭৫ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করবে না পাইলটরা।

আন্দোলনের কারণে সোমবার দুবাই, আবুধাবি ও মাসকটের ফ্লাইটে পাইলট না পাওয়ায় দেরি করে ছেড়েছে। এরআগেও পাইলটরা আন্দোলনে গিয়েছিলেন। করোনাভাইরাসের কারণে কর্তন করা সবার বেতন পুরো ফেরত দিলেও পাইলটদের ওভারসিজ অ্যালাইন্স বাদ দিয়ে বেতন ফেরত দেওয়া হয়। তখন পাইলটরা আন্দোলনে গিয়েছিলেন।