ঢাকা: শনিবার (৯ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর তেজগাঁও সাউদান পেট্রলপাম্পের অপজিটে মেইন রাস্তায় একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. জামশেদ আলী জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পরিদর্শন করেছে । একটি জিপ গাড়ির ভিতরে একজনের মরদেহ পাওয়া গেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা ইন্সপেক্টর অপারেশন শরিফুল ইসলাম জানান, ধানমন্ডি থেকে একজন গাড়িচালক নিখোঁজ হয়। পরে চালকের মালিক ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
আজকে গাড়ির ভিতরে যে মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম সজল কুমার ঘোষ। সে ওই নিখোঁজ চালক বলে ধারণা করা হচ্ছে।
বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে কাজ করছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শের আলম জানান, ওই পাজেরো জিপের পিছনে সিটে মরদেহ শোয়া অবস্থায় আছে। এখন সুরতাল করা হয়নি সুরতাল করলে দেখা যাবে শরীরে কোন আঘাত আছে কিনা।