মতলবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের কমিটি গঠন – Newsroom bd24.
ঢাকাশনিবার , ৯ অক্টোবর ২০২১

মতলবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের কমিটি গঠন

চয়ন ঘোষ, (চাঁদপুর প্রতিনিধি)
অক্টোবর ৯, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরঃ মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদে সিমান্ত সাহাকে আহ্বায়ক এবং তন্ময় পালকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ৭ই অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অপু কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেয়া হয়।

এদিকে নবগঠিত এই কমিটির অনুমোদন পত্র মতলব দক্ষিণের ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দের হাতে তুলে দেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, সহ-সভাপতি তপন সরকার,মতলব উত্তর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দাস, চাঁদপুর সদর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার,সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাষ্কর, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অপু কুমার বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক অতুনু সাহা, সিনিয়র সদস্য সাংবাদিক অমরেশ দত্ত জয়, সদস্য দীপ গুহ প্রমূখ।

এদিকে মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও কমিটির যুগ্ম আহ্বায়ক অজয় চক্রবর্ত্তী(অভি),পাভেল সাহা, আনন্দ সরকার, গোপাল বনিক, নিলয় দত্ত, মিঠুন পোদ্দার, দূর্জয় কুমার দাস, আকাশ সাহা, জয় পাল, আবির ঘোষ, অনিক রায়সহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এ ব্যপারে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অপু কুমার বিশ্বাস ‘হিলশা নিউজ’-কে বলেন, হাইমচরের পর এবার জেলার মতলব দক্ষিণের ছাত্র ঐক্য পরিষদের কমিটি অনুমোদন দেয়া হলো। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ একটি অলাভজনক সংগঠন। যা বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ছাত্রদের মানবাধিকার রক্ষা করতে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই যার যার অবস্থান থেকে সংখ্যালঘু ছাত্রদের স্বার্থে কাজ করে যাবো। এমনটি নবগঠিত ছাত্র ঐক্য পরিষদের মতলব দক্ষিণ উপজেলা কমিটির নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা করছি।