পিরোজপুরঃ বেশ ধুমধামে চলছে বিয়ের আসরের আয়োজন । বর পক্ষও এসে গেছে, বিয়ে বাড়ির সবাই ব্যাস্ত । এমন সময় বর কে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেলেন বর। শুক্রবার দুপুরে এমন ঘটনা ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়।
ঘটনায় জানা যায়, উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মোস্তাফা খলিফার মেয়ে খেজুরতলা এস দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী মরিয়মের (১৪) বিয়ের আয়োজন করা হয়। ভুয়া জন্মনিবন্ধন করে ফুফাতো ভাইয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছিল।
এই সংবাদ পেয়ে উপজেলার নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম ঘটনাস্থলে উপস্থিত হন। তখন বরসহ ছেলে পক্ষ পালিয়ে যায়। পরে মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিবাহের সব অনুষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হলে বরপক্ষ পালিয়ে যায়। পরে মেয়েপক্ষকে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানাসহ অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।