২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১

২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী

তাসকিয়া তাবাস্সুম ( নিজস্ব প্রতিবেদক)
অক্টোবর ৭, ২০২১ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২০ অক্টোবর বুধবার বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে। বৃহস্পতিবার কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা না যাওয়ায় ৯ অক্টোবর (শনিবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। হিসাব অনুযায়ী আগামী ২০ অক্টোবর (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক।

উল্লেখ্য, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানগণ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকেন।

 

   
%d bloggers like this: