বাগেরহাট: জেলার সনাতন ধর্মাবলম্বীর প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাগেরহাট জেলা বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী অতনু চৌধুরী (রাজু)।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্ম যার – যার উৎসব আমাদের সবারই শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বাগেরহাট জেলার সকলে আনন্দ উৎসাহের মদ্যদিয়ে ও উৎসবকে আরোও আনন্দময় করে তুলবে এ আশা করেন। তিনি দূর্গা পূজায় হিন্দু সম্প্রদায়ের নাগরীকবৃন্দকে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রার্থণা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সকল কলম যোদ্ধাদের প্রতি সু-দৃষ্টি কামনা করে বলেন সাংবাদিক শুধু নামে হলে হবে না কাজেও তাকে প্রমাণিত করতে হবে সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালাতে হবে এবং অনুলিপির থেকে সত্যিই অনেক মূলবাণ।