

চাঁদপুরঃ বাংলাদেশ আওয়ামীলীগ মতলব দক্ষিণ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ কঠোর নিরাপত্তা ও উৎসব মুখর পরিবেশে উপজেলা মিলনায়তন হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ অক্টোবর রোজ বৃহস্পতিবার জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের চীপ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ এডভোকেট নুরুল আমিন রুহুল, বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য নির্মল গোস্বামী, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটোয়ারী দুলাল।
২য় অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচন করা হয়।
সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লিয়াকত আলী প্রধান ১শত ৮০ ভোটে নির্বাচিত হন। প্রতিদ্বন্ধী সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার ৩৮ ভোট এবং তৃতীয় প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল দেওয়ান ১২ ভোট পান।
কাউন্সিলের নির্বাচনের ফলাফলের ভোট ঘোষণা করেন জাতীয় সংসদের চীপ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।