পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু ২৫ জন – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু ২৫ জন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক।
অক্টোবর ৭, ২০২১ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিকঃ পাকিস্তানের বেলুচিস্তানে বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে। এতে এ প্রর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ও আহত হয়েছেন আরও ৪০০ জন।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তার তথ্য মতে, বেলুচিস্তানে ভোরে শক্তিশালী ভূমিকম্পে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০০ জন। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করছে। আহতদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে প্রদেশটিতে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭।

 

   
%d bloggers like this: