অস্ত্র-মাদক-মানবপাচার বন্ধে সীমান্তে প্রয়োজনে গুলি চলবে – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১

অস্ত্র-মাদক-মানবপাচার বন্ধে সীমান্তে প্রয়োজনে গুলি চলবে

লিটন পাঠান, সিলেট প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট: মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট এম এ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার রোধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে।

ভারত সরকারের দেওয়া উপহারের দুটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশ সবসময় আন্তরিকতার হাত বাড়িয়েছে। মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে কখনও গুলি না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এই সীমান্তে দিন দিন অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচারসহ এধরনের অপরাধ বেড়েই চলেছে।’

মন্ত্রী আবদুল মোমেন আরও বলেন, ‘আমরা সীমান্তে কাউকে মারি না। বাংলাদেশ-ভারত নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সীমান্তে আর একটি লোকও মরবে না।’
মিয়ানমার সীমান্তে গুলি চালানোর সিদ্ধান্ত হলেও এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এই সীমান্তটি খুবই ‘ডিফিকাল্ট’ বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের এক পর্যায়ে, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যে ছেলেটা মারা গেছে সে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কাজ করছিলো। সে রোহিঙ্গাদের বোঝানোর চেষ্টা করছিল, এখানে নয়, তাদের সুন্দর ভবিষ্যৎ তাদের দেশেই। তাই তাদেরকে রাখাইনে ফিরে যেতে হবে। এই আন্দোলন করতে গিয়েই তাকে প্রাণ দিতে হয়েছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে মুহিবুল্লাহ হত্যার রহস্য উন্মোচন ও হত্যাকারী চিহ্নিত হোক। হত্যাকারীদের শাস্তি হোক।’

   
%d bloggers like this: