যে কারণে বন্ধ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম – Newsroom bd24.
ঢাকাসোমবার , ৪ অক্টোবর ২০২১

যে কারণে বন্ধ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম

মামুন অর রশিদ (ডেস্ক নিউজ)
অক্টোবর ৪, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাঃ সোমবার রাত ৯টার পর থেকে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে ডাউন হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।

জনপ্রিয় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মাধ্যমে জানা যায় , সোমবার সন্ধ্যা থেকে বিশ্বের বেশ কিছু জায়গায় ফেসবুক ডাউন হয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের কিছু করতে পারছেন না ব্যবহারকারীরা, যার ফলে বিপাকে পড়েছেন তারা।

এ বিষয়ে, ফেসবুক তাদের ওয়েবসাইটে একটি বার্তায় বলেছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।’

এছাড়া হোয়াটসঅ্যাপ ক্ষতি স্বীকারকরে টুইট বর্তায় জানায়, আমরা সচেতন যে এই মুহুর্তে কিছু লোক হোয়াটসঅ্যাপে সমস্যার সম্মুখীন হচ্ছে।

আমরা আমাদের সার্ভার গুলো স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটি আপডেট পাঠাব।
আপনার ধৈর্য্যের জন্য ধন্যবাদ!

 

   
%d bloggers like this: