রাজধানীতে নেশা দ্রব্য খাইয়ে ছাদ থেকে ফেলে হত্যা – Newsroom bd24.
ঢাকারবিবার , ৩ অক্টোবর ২০২১

রাজধানীতে নেশা দ্রব্য খাইয়ে ছাদ থেকে ফেলে হত্যা

মামুন অর রশিদ (নিজস্ব প্রতিবেদক)
অক্টোবর ৩, ২০২১ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকাঃ রাজধানীর হাতিরঝিলের মীরবাগে মাদক সেবন করিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে ফেলে নাবিল ইসলাম (১৮) নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে রাজধানীর হাতিরঝিলে।

মুমূর্ষু অবস্থায় শনিবার দুপুরে তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিকাল পৌনে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাবিলের বড় ভাই শাকিল জানান, দুপুরে এলাকার লোকজনের ফোনকল থেকে আমরা জানতে পারি, নাবিল গুরুতর আহত অবস্থায় নিচে পড়ে আছে।

নাবিল কে পরিবারের পক্ষ থেকে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বিকালে ডাক্তার জানান, আমার ভাই আর নেই। তাকে কয়েকজন মিলে মাদক সেবন করিয়ে তিনতলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানায়, হাতিরঝিল থেকে এক তরুণকে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, তাকে মাদক সেবন করিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। লাশ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। নিহতের পরিবার থেকে এ হত্যার সাথে সম্পৃক্তদের দ্রুত বিচার দাবি করেছেন

 

   
%d bloggers like this: